দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি॥
পটুয়াখালীর দুমকিতে দোকান চুরির ঘটনায় জনতর হাতে ধরা পড়া চোরকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বশির মল্লিক বাদী হয়ে মামলা করায় দোকান মালিক জলিল সিকদরকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ অক্টোবর) সকালে উপজেলার চরবয়েড়া গ্রামের নিজ বাড়ি থেকে জলিল শিকদারকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, নির্যাতনের ঘটনায় নির্যাতিত রমজান এর পিতা বশির মল্লিক থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত দোকান মালিক জলিল সিকদারকে গ্রেফতার করা হয়েছে।
মামলায় অপর আসামীরা হলেন রেবা বেগম, কাইউম ও আয়শা বেগম।
সূত্র জানায়, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চরবয়েড়া গ্রামের জলিল সিকদারের দোকানে চুরি করতে গিয়ে রমজান (১৪) নামের এক কিশোর হাতেনাতে ধরা পড়ে। জনতা তাকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে পুলিশ কিশোরকে উদ্ধার করে থানায় নেয়। ওই রাতেই জলিল সিকদার বাদী হয়ে রমজানের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করলে পুলিশ আসামিকে কোর্টে চালান দেয়।
পরের দিন ধৃত চোরকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নির্যাতিতের বাবা বশির মল্লিক আজ থানায় মামলা করে। মামলার ১নং আসামী দোকান মালিক জলিল শিকদারকে গ্রেফতার করে দুমকি থানা পুলিশ।