BMBF News

দুমকিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর দুমকিতে উপজেলা স্কুল কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

রবিবার (৫অক্টোবর)  সকাল এগারটায়  এক বর্ণাঢ্য র‍্যালি বের করেন। র‍্যালি শেষে উপজেলা অডিটেরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুমকি উপজেলা স্কুল ও কলেজ শিক্ষক সমিতির   সভাপতি  অধ্যক্ষ মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মু. অলিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক আঃ জব্বার হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু ।
সভায় বক্তব্য রাখেন, সরকারি  জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মো: কামরুজ্জামান আশরাফ, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম খান, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার, আজিজ আহমেদ ডিগ্রি কলেজের  প্রভাষক মোঃ রিয়াজুল ইসলাম, প্রেস ক্লাব দুমকির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন , লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মোঃ অমির হোসেন প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন কলেজ, স্কুলের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।