রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী):
পটুয়াখালীর দশমিনায় গ্রাম সমিতির সদস্যদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেছে এস ডি এফ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নের উত্তর আরজবেগী গ্রাম সমবায় সমিত এস ডি এফ অফিসে এই উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দশমিনা এস ডি এফ-এর ক্লাস্টার কর্মকর্তা (সিও) মোঃ দবিরুল ইসলাম রানা, ক্লাস্টার ফ্যাসিলিটেটর মোঃ জুয়েল রানা, এবং উত্তর আরজবাগী কৃষি পণ্য উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি মোসা: ময়না বেগম প্রমুখ।
ক্লাস্টার কর্মকর্তা দবিরুল ইসলাম রানা বলেন, “ এস ডি এফ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। আমাদের মূল লক্ষ্য হলো সমাজের হতদরিদ্র জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন। এরই অংশ হিসেবে আমরা ইতিমধ্যে এক হাজার হতদরিদ্র পরিবারের মাঝে নয় হাজার টাকা করে এককালীন অনুদান প্রদান করেছি। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদস্যদের মাঝে পাওয়ার টিলার, পানির পাম্প, ওজন মাপার যন্ত্র ও স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “এরই ধারাবাহিকতায় আজকে আমরা কৃষি উপকরণ হিসেবে কোদাল, কাচি, গাবলা, নিড়ানি ও ত্রিপল বিতরণ করেছি।”
এস ডি এফ দীর্ঘদিন ধরে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।