জাহিদুল ইসলাম, দুমকি প্রতিনিধি:
দুমকিতে বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান।
৯ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় দুমকি উপজেলার পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত এবং ইউএনএফপিএ,, এসডিএ ও ব্রাকের সহযোগিতায় আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা বেগম এর সভাপতিত্বে এবং সৈয়দা রেজওয়ানা হিমেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, দুমকি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফজলুল হক, প্রেসক্লাব দুমকির সভাপতি জসিম উদ্দিন সুমন।
বক্তব্য রাখেন, সাংবাদিক জাহিদুল ইসলাম, নারী নেত্রী তাহেরা আলী রুমা, জয়িতাদের মধ্যে থেকে, মোসা: হোসনেয়ারা বেগম, জান্নাতুল ফেরদৌসী, খাদিজা বেগম ও সাহিদা বেগম প্রমুখ। আলোচনা সভায় দুমকি উপজেলায় ৫ জন জয়িতাদের মধ্যে সম্মাননা পদক প্রদান করা হয়।