কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :
পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগ পাংগাশিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে
এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসার উত্তর পাশে বালুর মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
মাওঃ মোঃ দেলোয়ার হোসেন সাঈদী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুৎফুর রহমান ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ শাইখুল হাদিস হযরত মাওঃ এ কিউ এম আবদুল হাকীম মাদানী।
প্রধান বক্তা হিসাবে উপস্থিতিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ আগারগাও, ঢাকা-এর পরিচালক মাওঃ মুহা. জাকির হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আমীর এ্যাড. মোহাম্মদ নাজমুল আহসান. বরিশাল অঞ্চল টীম সদস্য,মাওঃ মোঃ আবদুস সালাম খান, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ, নারায়নগঞ্জ মহানগরীর সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দীন মনির,পটুয়াখালী জেলা ওলামা বিভাগের সভাপতি মাওঃ মোঃ অজিউল্লাহ, দুমকী উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওঃ মোঃ আলাউদ্দিন, বাংলাদেশ মসজিদ মিশন, দুমকী উপজেলা শাখার সভাপতি
মাওঃ আবু সায়াদাত মোঃ বাকের, দুমকি উপজেলা জামায়াতের আমীর মাওঃ মোঃ জালাল আহমদ, নায়েবে আমীর, মাওঃ মোঃ আলতাফ হোসাইন।
সভায় বক্তারা ইসলামের দাওয়াতী কাজকে জোরদার করা, সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করা এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। এলাকার আলেম-ওলামা, মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।