কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :
পটুয়াখালী জেলাধীন দুমকি উপজেলার পশ্চিম আংগারিয়া গ্রামের বাসিন্দা লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, পশ্চিম আংগারিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মতিন মোল্লা ওরফে সবুজ মোল্লা (৭৬) গতরাত ১২.৪৫ টায় ঢাকার একটি
প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.. .রাজিউন)। তিনি এক ছেলে, এক মেয়ে মেয়ে, স্ত্রী সহ অনেকগুনগ্রাহী রেখে গেছেন। আজ বিকাল সাড়ে ৪টায় পশ্চিম আংগারিয়া দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মোঃ মতিন মোল্লা (সবুজ মোল্লা)’র মৃত্যুতে শোক জানিয়ে এবিপার্টি পটুয়াখালী জেলার সদস্য সচিব প্রকৌশলী মোঃ কামাল হোসেন বলেন দুমকিবাসী একজন শিক্ষানুরাগী, সমাজ সেবক কে হারিয়েছে যা এলাকাবাসীর জন্য অপুরনীয়। সবুজ মোল্লা সারাটা জীবন সমাজের শ্রেনী পেশার মানুষের পক্ষে কাজ করেছেন।