BMBF News

দুমকিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ করে দিল প্রশাসন

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর দুমকিতে লোহালিয়া নদীতীরের সন্তোষদি এলাকায় অবৈধভাবে স্থাপিত ‘ফেমাস ব্রিক্স’ ইটভাটা উচ্ছেদ করে দিয়েছে জেলা প্রশাসন।
রবিবার (২৩নভেম্বর)  দুপুর ২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত স্ক্যাভেটর মেশিন দিয়ে উচ্ছেদ অভিযান চালায়। এ সময় পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যরা সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাক পায়রা নিউজ কে বলেন ইট প্রস্তুত ও  ভাটা স্থাপন আইন ২০১৩ মতে কিছু সরকার অনুমোদিত পদ্ধতি অনুসরন করতে হয়। এই ফেমাস ব্রিকস নামে ইটভাটাটিতে তার কোন টাই অনুসরন করা হয় নাই। এমন কি  এই ব্রিকস এর নামে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর থেকেও কোন লাইসেন্স প্রদান করা হয় নাই। আমরা বার বার তাদেরকে নোটিশ দেওয়ার পরও তারা ইট প্রস্তুতের কাজ চালিয়ে যাচ্ছেন। তাই আজকের জেলা প্রশাসনের আদেশ মতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত বছর একই ইটভাটায় অভিযান চালাতে গেলে ভাটার মালিক ও শ্রমিকরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আকতার নিলয়ের নেতৃত্বাধীন টিমের ওপর  ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও স্ক্যাভেটর চালককে মারধরের ঘটনাও ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় তখন অভিযানের মাঝপথে কার্যক্রম স্থগিত করতে বাধ্য হন কর্মকর্তারা।
স্থানীয় সূত্র জানায়, আংশিক উচ্ছেদের পরও ভাটা মালিকরা পুনরায় অবৈধভাবে ভাটা চালু করে ইট প্রস্তুত ও বিক্রি অব্যাহত রাখে। বিষয়টি নিশ্চিত হয়ে জেলা প্রশাসন আবার অভিযান পরিচালনা করে পুরো ইটভাটা সম্পূর্ণভাবে গুড়িয়ে দেয়।