বিপুল উৎসাহ-উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ায় সম্পন্ন হলো ‘সাগর-মুন্সি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫’-এর ফাইনাল ম্যাচ। খেলায় সুমিরুল স্পোর্টিং ক্লাবকে হারিয়ে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ স্পোর্টিং ক্লাব।
রবিবার বিকাল ৩টায় কুষ্টিয়ার এমএইচপি ব্রিক ফিল্ড মাঠে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এই খেলার আয়োজন করা হয়। টানটান উত্তেজনাপূর্ণ এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উপভোগ করতে আশেপাশের এলাকা থেকে কয়েক হাজার ক্রীড়াপ্রেমী মানুষ ভিড় জমায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি মো. মিজানুর রহমান মজনু।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ‘বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ স্পোর্টিং ক্লাব’ এবং ‘সুমিরুল স্পোর্টিং ক্লাব’। খেলার প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ স্পোর্টিং ক্লাব। দলের পক্ষে চমৎকার গোল করে দলকে এগিয়ে নেন ফরোয়ার্ড তুর্জ। তবে পিছিয়ে পড়েও দমে যায়নি সুমিরুল স্পোর্টিং ক্লাব। দ্বিতীয়ার্ধে তারা খেলায় ফিরে আসার জোর চেষ্টা চালায় এবং আসাদের গোলে সমতায় ফিরে আসে। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়। পরে টাইব্রেকারে ৪-২ গোলে এগিয়ে থেকে শিরোপা নিজেদের করে নেয় বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ স্পোর্টিং ক্লাব।
খেলা শেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য পুরস্কার বিতরণী পর্ব। এসময় বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন অতিথিবৃন্দ। বিজয়ী দলের গোলরক্ষক আব্দুর রাজ্জাকের হাতে এসময় ম্যান অব দ্য ম্যাচ এবং একই দলের খেলোয়াড় কিরণের হাতে ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরষ্কার তুলে দেয়া হয়। তাছাড়া অতিথিবৃন্দ ও টুর্নামেন্টের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম খেলাধুলার গুরুত্ব ও ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সুস্থ সবল ও শক্তিশালী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা ও সুস্থ বিনোদন তরুণ ও যুব সমাজকে অশ্লীলতা ও অসুস্থ বিনোদন থেকে দূরে রাখে।
তিনি আরো বলেন, খেলায় বিজয়ী হওয়া চূড়ান্ত লক্ষ্য নয়। বরং খেলাধুলার মাধ্যমে নিজে সুস্থ থেকে একটি সুস্থ জাতি গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখাই আসল লক্ষ্য। এই উদ্দেশ্যে পিনাকল স্পোর্টস এসোসিয়েশন সারা দেশে ফুটবল, কাবাডিসহ বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজ ও তানভীর আহমেদ, কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক আমির মো. জসেব উদ্দীন, কুষ্টিয়া জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. আক্কাস আলী, পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মো. রিয়াল তালুকদার, খুলনা বিভাগীয় ক্রীড়া সম্পাদক হৃদয় শেখ, আয়োজক কমিটির সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ জয় ও টুর্নামেন্টের ধারাভাষ্যকার জিয়াউর রহমান প্রমুখ।