BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:

 

 

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন,পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI)
পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) ও পরিবার কল্যাণ সহকারী (FWA) দের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর দুমকি উপজেলায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে পরিবার কল্যাণ সহকারী ও পরিদর্শকবৃন্দের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগবিধি বাস্তবায়নের বিষয়টি অত্যন্ত জরুরি।

তারা আরও জানান,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মূল চাবিকাঠি হিসেবে বহু বছর ধরে জনসংখ্যা নিয়ন্ত্রণ, কমিউনিটি ক্লিনিক পরিচালনা, গর্ভকালীন নিরাপদ প্রসব সেবা, নবজাতক ও প্রসবোত্তর সেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি এবং টিকাদানসহ মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ঘরে ঘরে সেবা দিয়ে আসছেন। এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এখনো তাদের স্থায়ী কোনো নিয়োগবিধি নেই, যা অত্যন্ত হতাশাজনক।
তাদের দাবি, ২০২৪ সালের প্রস্তাবিত নিয়োগবিধি কর্মচারীদের ন্যায্য ও মৌলিক অধিকার। এটি দ্রুত বাস্তবায়ন না হলে ১১ ডিসেম্বরের পর আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। নিয়োগবিধি কার্যকর করার বিষয়ে সরকারী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন,
মোহাম্মদ মাইনুল ইসলাম পরিবার পরিকল্পনা পরিদর্শক আঙ্গারিয়া ও শ্রীরামপুর ইউনিয়ন, আসমা আক্তার
পরিবার কল্যাণ পরিদর্শিকা পাঙ্গাসিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।
কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটের বিষয়,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব)ডাক্তার মোঃ শামসুজ্জামান সহকারী পরিচালক সিসি এর বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় পরিবার পরিকল্পনা সংশ্লিষ্ট সেবা কার্যক্রমে ভোগান্তির আশঙ্কা করছেন স্থানীয়রা।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »