নিজস্ব প্রতিবেদক:
বিএনপি কখনো ধর্ম, বর্ণ বা সংস্কৃতির দোহাই দিয়ে রাজনীতিতে বিভক্তি সৃষ্টি করতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপি এমন একটি দল যেখানে দেশের যেকোনো মানুষ আশ্রয় নিতে পারে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিজয়ের মাস উপলক্ষে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এই অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদ বিগত সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, একটি দল ইনিয়ে-বিনিয়ে নিজেদের মুক্তিযুদ্ধের একমাত্র পক্ষ দাবি করত। অথচ তারাই নিজের দেশের নাগরিকদের ওপর হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে গণহত্যা করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ধর্মের দোহাই দিয়ে বা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে জনগণের কাছে আর ভোট চাওয়া যাবে না।
দেশের অর্থনীতির প্রসঙ্গ টেনে তিনি শ্বেতপত্রের তথ্য উল্লেখ করেন। তিনি জানান, বিগত সরকার যে পরিমাণ অর্থ লোপাট করেছে, তা দিয়ে একাধিকবার জাতীয় বাজেট প্রণয়ন করা যেত। পাচার হওয়া ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা দিয়ে ২৪টি পদ্মা সেতু বা ১৪টি মেট্রো রেল নির্মাণ সম্ভব ছিল বলে তিনি মন্তব্য করেন।
নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এটি গণতান্ত্রিক উত্তরণের একটি সফল ঘোষণা। তবে যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বা অদ্ভুত সব দাবি তুলছে, তাদের তিনি গণতন্ত্রের বিপক্ষের শক্তি হিসেবে অভিহিত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।