BMBF News

আনিসুল হকের ঘনিষ্ঠ সহযোগীর ১১৪ ব্যাংক হিসাব জব্দ, মিলেছে সাড়ে ৬শ কোটি টাকার লেনদেন

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত তৌফিকা করিমের ১১৪টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনে বলা হয়েছে, এসব হিসাবে প্রায় ৬৫৩ কোটি ৩৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

সিআইডির আবেদনে উল্লেখ করা হয়, তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী ছিলেন এবং সেই প্রভাব খাটিয়ে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে আদালতের কার্যক্রমে প্রভাব বিস্তার করে আসামি জামিন করানো, নিয়োগ বাণিজ্য এবং বদলির তদবিরের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।

সিআইডি আরও জানায়, এসব অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে তৌফিকা করিম ফ্ল্যাট, গাড়ি ও জমি কিনেছেন এবং বিদেশে অর্থ পাচার করেছেন, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ।

তদন্তের স্বার্থে এবং অবৈধ অর্থ পাচার রোধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর আওতায় অ্যাকাউন্টগুলো জব্দের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

উল্লেখ্য, এর আগেও তৌফিকা করিমের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাব জব্দ করা হয়েছিল।