BMBF News

সংঘর্ষে ৩ মৃত্যুর পর খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি, ১৪৪ ধারা অব্যাহত

এক মারমা কিশোরীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় তিনজনের মৃত্যুর পর খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জেলা সদর, সদর উপজেলা পৌর এলাকা এবং গুইমারা উপজেলায় টানা তৃতীয় দিনের মতো ১৪৪ ধারা বলবৎ রয়েছে।

সোমবার নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া না গেলেও পুরো এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। এরই মধ্যে সাজেকে আটকে পড়া ৫১৮ জন পর্যটককে সেনাবাহিনীর নিরাপত্তায় খাগড়াছড়ি শহরে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার দুপুর থেকে অবরোধ শিথিল হওয়ায় ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে যান চলাচল শুরু হলেও জেলার অভ্যন্তরীণ ও রাঙামাটির সঙ্গে সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে।

শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেঙ্গী স্কয়ার, শাপলা চত্বর ও জিরো মাইলের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা বাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

গত বুধবার এক মারমা কিশোরীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে আন্দোলন শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিশোরীর বাবা সদর থানায় মামলা করলে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে। তবে এরপরও বিক্ষোভ সহিংসতায় রূপ নেয় এবং রোববার তিনজনের প্রাণহানি ঘটে।