আন্তর্জাতিক ডেস্ক:
আগামী পাঁচ বছরের মধ্যে ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্রে রাশিয়া হামলা চালাতে পারে বলে সতর্কবাণী উচ্চারণ করেছেন ন্যাটো প্রধান মার্কো রুট্টে। জার্মানিতে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই আশঙ্কার কথা জানান।
রুট্টে বলেন, রাশিয়া ইতোমধ্যে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে গোপন তৎপরতা জোরদার করেছে। অতীতের যুদ্ধের ইতিহাসের দিকে ইঙ্গিত করে তিনি সবাইকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান জানান। যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বরাবরই ইউরোপের সঙ্গে যুদ্ধের পরিকল্পনা অস্বীকার করে আসছেন, তবে ইউক্রেন অভিযানের আগেও রাশিয়া একই ধরনের কথা বলেছিল বলে স্মরণ করিয়ে দেন ন্যাটো প্রধান।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ইউক্রেন-রাশিয়া শান্তি প্রক্রিয়ার চেষ্টা চলছে। তবে পুতিনের উদ্দেশ্য নিয়ে সন্দেহ পোষণ করে মার্কো রুট্টে বলেন, পুতিন যদি ইউক্রেন দখলে সফল হন, তবে ন্যাটোর সীমান্তে রুশ সেনার উপস্থিতি বাড়বে এবং সশস্ত্র হামলার ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে।
রাশিয়ার বর্তমান সামরিক সক্ষমতার কথা উল্লেখ করে তিনি জানান, দেশটির অর্থনীতি এখন পুরোপুরি যুদ্ধের আদলে গড়ে উঠেছে। তারা প্রতি মাসে বিপুল পরিমাণ ট্যাংক, ড্রোন ও গোলাবারুদ উৎপাদন করছে, যা পশ্চিমা দেশগুলোর উৎপাদন সক্ষমতার চেয়ে অনেক বেশি। এ অবস্থায় ন্যাটো মিত্রদের প্রতিরক্ষা ব্যয় ও সামরিক উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন রুট্টে।