BMBF News

শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিভার বিকাশে পটুয়াখালী পলিটেকনিকে স্কিলস কম্পিটিশন অনুষ্ঠিত

জুবায়ের আহমেদ:
শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষাকে আরও যুগোপযোগী করার লক্ষ্যে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে দিনব্যাপী ‘ইনস্টিটিউট লেভেল স্কিলস কম্পিটিশন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের অ্যাসেট (ASSET) প্রকল্পের অর্থায়নে আয়োজিত এই প্রতিযোগিতাটি তরুণ উদ্ভাবকদের মিলনমেলায় পরিণত হয়।

প্রতিযোগিতাজুড়ে ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতার প্রমাণ রাখে। তাদের তৈরি রোবটিক্স, অটোমেশন, নবায়নযোগ্য শক্তিসহ নানা ধরনের অত্যাধুনিক প্রকল্প দর্শক ও অতিথিদের মুগ্ধ করে। শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি এবং নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া ছিল এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি বলেন, “শুধু পুঁথিগত বিদ্যা নয়, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে টিকে থাকতে হলে ব্যবহারিক দক্ষতার কোনো বিকল্প নেই।” তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের আঞ্চলিক পরিদর্শক ইঞ্জিনিয়ার মো. আরিফুর রহমান এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা মো. এনামুল হক রাকিব। তারা কারিগরি শিক্ষার মানোন্নয়নে অ্যাসেট প্রকল্পের ভূমিকার প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. দ্বীন ইসলাম খান অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান। তিনি বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তোলে এবং ভবিষ্যতে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”