অনলাইন ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (১২ ডিসেম্বর) শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, দেশের সাধারণ মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এ সময় কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয় বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে, তবে সরকার তা কঠোর হস্তে দমন করবে। কোনো অনৈতিক দাবি নিয়ে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা বরদাশত করা হবে না।
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, পতিত স্বৈরাচারের এই দল নিজেরাই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তারা নিয়মতান্ত্রিক রাজনীতির পথে না হেঁটে অস্ত্র ও সহিংসতা বেছে নিয়েছিল, যার ফলে তারা নিজেরাই নিজেদের রাজনীতির মাঠ থেকে ছিটকে দিয়েছে। তিনি আরও বলেন, তারা ভেবেছিল মানুষ হত্যা করে ক্ষমতা আঁকড়ে থাকবে, কিন্তু তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে।