BMBF News

শ্রীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন আকন্দ ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে আকন্দ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন পৌর শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় পৌর শহরের রেলস্টেশন এলাকায় অভিযান শুরু হয়। পরে মুক্তমঞ্চ ও মডেল মসজিদ এলাকায় এ কার্যক্রম চলে। এতে প্রায় পাঁচ শতাধিক তরুণ স্বেচ্ছাসেবী যোগ দেন। দিনব্যাপী এ কার্যক্রম চালিয়েছে সংগঠনটি।

আকন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দের উপস্থিতিতে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য পীরজাদা এসএম রুহুল আমিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল মনসুর মন্ডল, আকন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান লুৎফর রহমান আকন্দ প্রমুখ।

ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ বলেন, “বদলে যাব আমরা, বদলে যাবে দেশ” —এই স্লোগানকে সামনে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি আমরা।

আমাদের প্রত্যাশা, সবার সহযোগিতায় আগামীর বাসযোগ্য একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তুলব। তবে সবার প্রতি বিনীত অনুরোধ, আমরা যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলব না। আমরা নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্ন থাকলে আশপাশসহ দেশ এমনিতেই পরিচ্ছন্ন হয়ে যাবে।

শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মালেক বলেন, ‘এত দিন এই মুক্তমঞ্চ ও রেলস্টেশন, মডেল মসজিদ এলাকায় নোংরা পরিবেশের কারণে ভালোভাবে বসা যেত না। আকন্দ ফাউন্ডেশনের উদ্যোগে সেই স্থানটি পরিষ্কার হচ্ছে দেখে খুব ভালো লাগছে।’