BMBF News

আগামী নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার গঠিত হবে – আলতাফ হোসেন চৌধুরী

ওবায়দুর রহমান অভি,(পটুয়াখালী) প্রতিনিধি:

 

 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন,সাবেক স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বিগত ১৬ বছর বিএনপি ও এর অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে ব্যাপক অত্যাচার ও জুলুম করেছিল। লক্ষ লক্ষ নেতা-কর্মীদের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়েছিল। যাকে খুশি তাকে এমপি বানানো হতো। পবিত্র সংসদকে তারা অপবিত্র করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার গঠিত হবে ইনশাআল্লাহ।

শনিবার বিকাল সাড়ে ৩ টায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মো:মজিবর রহমানের সভাপতিত্বে উপজেলার পাংগাশিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি । এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না,পটুয়াখালী জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি জেসমিন জাফর, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির, সাবেক সিনিয়র সহ সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি, সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বাপ্পি, দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: জসীম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপু,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ, পবিপ্রবি’র আইন উপদেষ্টা ও পটুয়াখালী জেলা ছাএদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আনিসুর রহমান,জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো আলমগীর হোসেন,
উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান খান, মিজানুর রহমান, জাকির আলম মিলন, মাইনুল হাসান সোহেল, উপজেলা কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব জাহিদ খান,উপজেলা ছাএদলের সদস্য সচিব সুমন শরীফ প্রমূখ । এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।