BMBF News

ইজিবাইকের ধাক্কায় জাবি ছাত্রীর মৃত্যু: ৪ কর্মকর্তা বরখাস্ত, ক্লাস-পরীক্ষা স্থগিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইজিবাইকের ধাক্কায় শিক্ষার্থী আফসানা রাচির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন চারজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে। একই সঙ্গে বুধবার শোক দিবস ঘোষণা করে সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা রাচির মৃত্যুর কারণে বিশ্ববিদ্যালয়ে শোক পালন করা হবে। এদিন সব রুটের বাস চলাচল বন্ধ থাকবে এবং পতাকা অর্ধনমিত থাকবে।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহমান বাবুল, নিরাপত্তা কর্মকর্তা রাসেল মিয়া, সহকারী সুপারভাইজার আব্দুস সালাম, ডিউটি গার্ড মনসুর রহমান প্রামাণিক। দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের কাছে ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হন মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাচি। দ্রুত তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আফসানা করিম রাচি শেরপুর জেলার মো. রেজাউল করিমের মেয়ে। তিনি বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলে আবাসিক ছিলেন।

ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উপাচার্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রত্যাহার করেন।