BMBF News

ঋণ পাওয়ার অধিকার মানুষের মৌলিক অধিকার: অধ্যাপক ইউনূস

আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের একটি সাইড ইভেন্টে বক্তব্য রাখতে গিয়ে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, মানুষের জীবিকার সঙ্গে ঋণ প্রাপ্তি সরাসরি সম্পর্কিত, যা একটি মৌলিক অধিকার। মঙ্গলবার (১২ নভেম্বর) বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ আয়োজনে ‘ক্ষুদ্র কৃষকদের জন্য অর্থায়ন সুবিধা’ শীর্ষক এই ইভেন্টে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ। নেদারল্যান্ডসের জলবায়ু দূত প্রিন্স জেইম বার্নার্ডো ঋণ, বীমা ও অর্থায়ন কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন। এছাড়া ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক ইভোন পিন্টো জানান, ঋণ সহজলভ্য হওয়ায় ধান উৎপাদন বেড়েছে।

ড. ইউনূস বলেন, কৃষকদের জন্য ঋণ সহজলভ্য করা উচিত, যা তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে। তিনি গ্রামীণ ব্যাংক মডেল অনুসরণ করে ব্যাংকিং ব্যবস্থা পুনর্গঠনের আহ্বান জানান এবং বলেন, সামাজিক ব্যবসা ব্যাংকিং আইন প্রতিটি দেশে থাকা উচিত।