BMBF News

ওয়েস্ট ইন্ডিজে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ

প্রথমবারের মতো ক্যারিবীয়ানে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়লো বাংলাদেশ। বুধবার (১৮ ডিসেম্বর) আর্নেস ভ্যাল স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়ে এই অর্জন নিশ্চিত করে টাইগাররা।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করে ১২৯ রান, যা রক্ষায় দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকদের ১০২ রানে অলআউট করে সফরকারীরা। এর ফলে ২০১৮ সালের পর আবারও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ৪ ওভারের মধ্যেই দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে দলটি। অধিনায়ক লিটন দাস ব্যর্থ হন মাত্র ১০ বলে ৩ রান করে। আকিল হোসেনের বলে স্টাম্পিংয়ের শিকার হন তিনি। এরপর রস্টন চেজের বলে ৪ বলে ২ রান করে বোল্ড হন তানজিদ হাসান।

এরপর সৌম্য সরকার (১৮ বলে ১১), রিশাদ হোসেন (২৫ বলে ২৬), এবং মেহেদী হাসান মিরাজ (২৬ বলে ২৫) মিলে ইনিংস মেরামতের চেষ্টা করলেও এক পর্যায়ে ৮০ রানে ছয় উইকেট হারিয়ে বড় রান সংগ্রহের স্বপ্ন ফিকে হয়ে যায়।

তবে শেষ দিকে শামীম হোসেনের ঝড়ো ব্যাটিং (১৭ বলে ৩৫ রান) বাংলাদেশের সংগ্রহকে ১২৯ রানে নিয়ে যায়। শেষ ৫ ওভারে দলটি তোলে ৪৯ রান।

৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন গুদাকেশ মোতি। আকিল হোসেন ১৬ রানে ১ উইকেট তুলে নেন।

রান তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের তৃতীয় ওভারে তাসকিন আহমেদ ব্রেন্ডন কিং (৮) ও আন্দ্রে ফ্লেচারকে (০) ফিরিয়ে দেন। এরপর পাওয়ার প্লেতে মাহেদী হাসান তুলে নেন জনসন চার্লস (১৪) ও নিকোলাস পুরানকে (৫)।

স্বাগতিকদের বড় ধাক্কা দেন হাসান মাহমুদ ও তানজিম সাকিব। ৪২ রানে ছয় উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ।

রস্টন চেজ (৩৪ বলে ৩২) এবং আকিল হোসেন (৩১ বলে ৩০) কিছুটা প্রতিরোধ গড়লেও তাদের বিদায়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। তাসকিন ১৯তম ওভারে আকিলকে আউট করে ম্যাচ শেষ করেন।

তাসকিন আহমেদ ছিলেন অনবদ্য। ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি। মাহেদী হাসান ও হাসান মাহমুদ নেন ২টি করে উইকেট।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে দুই দল। ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করে আত্মবিশ্বাসে উজ্জীবিত বাংলাদেশ বড় ব্যবধানে সিরিজ শেষ করতে চাইবে।