খুলনায় জাতীয় পার্টির একটি কার্যালয়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় নগরীর ডাকবাংলা মোড়ে অবস্থিত এ কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র বাইরে এনে অগ্নিসংযোগ করেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা মিছিল সহকারে এসে জাতীয় পার্টির খুলনা মহানগর ও জেলা কার্যালয়ের সাইনবোর্ডসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। পরে ভাঙা মালামাল বাইরে এনে রাস্তায় আগুন দেন।
খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু বলেন, হামলাকারীরা কার্যালয়ের সাইনবোর্ড, চেয়ার-টেবিল ভাঙচুর করেছে এবং কয়েকটি ফাইল ও কাগজপত্র নিয়ে গেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে খুলনা সদর থানার ওসি শেখ মনিরুল গিয়াস বলেন, হামলার সময়কার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দোষীদের শনাক্তের চেষ্টা চলছে।
জাতীয় পার্টির কার্যালয়ে হামলার প্রতিবাদে রংপুরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বলেন, সকল ষড়যন্ত্র রুখে দিতে তারা প্রস্তুত রয়েছেন।