BMBF News

খেলাধুলা যুবকদের মাদকমুক্ত রাখতে কার্যকর ভুমিকা রাখে- জেলা প্রশাসক পটুয়াখালী

মোঃ কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :

 

পটুয়াখালী জেলার দুমকী উপজেলা প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অনুষ্ঠিত আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, খেলাধূলা যুবকদের মাদকমুক্ত রাখতে কার্যকর ভুমিকা রাখে।

 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪ টায় সরকারি জনতা কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু হানিফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার শাখা পটুয়াখালী মোঃ জুয়েল রানা,দুমকী উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সরকারি জনতা কলেজের অধ্যক্ষ মোঃ আঃ লতিফ হাওলাদার, দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন ও অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ। উপজেলা পর্যায়ের উদ্বোধনী ম্যাচে সরকারি জনতা কলেজ বনাম সেভেন হাউস অংশগ্রহণ করে। উল্লেখ্য ডে-নাইট খেলায় উপজেলার ১৩ দল অংশগ্রহণ করবে।