আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় এবার গ্রেপ্তার হয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সোমবার গভীর রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানার পুলিশ।
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মাহমুদুন্নবী জানান, সুনির্দিষ্ট কোনো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা নিশ্চিত করা যায়নি। তবে ৫ অগাস্টের আগে-পরে আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন এমপি-মন্ত্রী দেশ ছাড়লেও সুমন দেশেই ছিলেন। সরকার পতনের প্রায় আড়াই মাস পর তাকে গ্রেপ্তারের কথা জানানো হলো।
মিরপুর থানার ক্ষতিগ্রস্ত পরিস্থিতির কারণে ব্যারিস্টার সুমনকে পল্লবী থানায় রাখা হয়েছে বলে জানান ওসি নজরুল ইসলাম।
গ্রেপ্তারের আগে ব্যারিস্টার সুমন ফেইসবুকে একটি পোস্ট দেন, যেখানে তিনি লেখেন, “আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।” এক ভিডিও বার্তায় তিনি জানান, রাজনৈতিক পট পরিবর্তনের পরও তিনি দেশ ছেড়ে যাননি এবং ঢাকাতেই ছিলেন।
সুমন আরও বলেন, “দেশ সংস্কারে কাজ করার সুযোগ পেলে আমি কাজ করব। আইনজীবী হিসেবে আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে এবং আমি আইনের মাধ্যমেই মামলাগুলো মোকাবিলা করব।”
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৪ আসন থেকে সুমন সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের প্রার্থী বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মো. মাহবুব আলীকে এক লাখ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় তার জনকল্যাণমূলক পোস্ট ও কার্যক্রমের মাধ্যমে তিনি আলোচনায় আসেন।
গণ আন্দোলনের মুখে ৫ অগাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর, আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা একে একে গ্রেপ্তার হচ্ছেন।