নিজস্ব প্রতিবেদক:
চাকরি স্থায়ীকরণের দাবিতে টানা ১০৩ দিন যাবত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে গণপূর্ত অধিদপ্তরের দৈনিক ভাউচার ভিত্তিক কর্মচারীরা।
গত ১৪ সেপ্টেম্বর আজ ২৫শে ডিসেম্বর যাবদ তাদের এই দাবি আদায়ের জন্য প্রেসক্লাবের সামনে অবস্থান করে আসছে। প্রথম অবস্থায় অবস্থান কর্মসূচিতে কর্মচারীদের সংখ্যা বেশি থাকলেও পরবর্তীতে কমে যায়।
গণপূর্ত অধিদপ্তরের দৈনিক ভাউচার ভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ মনির হোসেন বলেন,
আমরা বিগত ১০৩ দিন যাবত রোদে পুড়ে বৃষ্টি ভিজে কন কনে শীতের মধ্যে খেয়ে না খেয়ে আমাদের দাবি আদায়ের জন্য অবস্থান করে আসছি কিন্তু সরকার আমাদের দাবি এখনো বাস্তবায়ন করছে না । তাই আমরা যতদিন পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হয় ততদিন পর্যন্ত আমরা প্রেসক্লাবের সামনে অবস্থান করবে বলে হুঁশিয়ারি দেন।