BMBF News

তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে  শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে দুমকি উপজেলা ছাত্রদলের উদ্যোগে ৫০০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফের সভাপতিত্বে  উপজেলার লেবুখালি দারুল কুরআন ক্যাডেট হিফজ একাডেমীর মুল ক্যাম্পাসে এ শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রিপন শরীফ। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইদুর রহমান। শিক্ষা উপকরণ বিতরণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন লেবুখালি  দারুল কুরআন ক্যাডেট হিফজ একাডেমীর পরিচালক হাফেজ আমানুল্লাহ। এ সময় উপজেলা যুবদলের সদস্য মোঃ ফারুক হোসেন,বিএনপি নেতা সালাম হাওলাদার,  উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ ওবায়দুল ইসলাম, সরকারি জনতা কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ সাইদ মৃধা,আজিজ আহমেদ কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ মোমিন, ছাত্রদল নেতা শাহরিয়ার বাবু, সাইফুল হাওলাদার,  লেবুখালি ইউনিয়ন ছাত্রদল নেতা মামুন চৌকিদার, নিরব শরীফসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।