BMBF News

ত্যাগ ও রক্তের মধ্য দিয়েও দশমিনা-গলাচিপা আসনে এমপি থাকবে বিএনপি — হাসান মামুন

মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর দশমিনা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব হাসান মামুন। সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আলম শানু, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, যুবদলের আহ্বায়ক এনামুল হক রতন, সদস্য সচিব শামিম খান, শ্রমিক দলের সভাপতি অলিউল ইসলাম, কৃষক দলের সভাপতি মনিরুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী তানজিদ আহমেদ রিডেন, কলেজ ছাত্রদলের সভাপতি হাসন জিদনিসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে জেল-জুলুম, হামলা-মামলা ও রক্ত-ত্যাগের মধ্য দিয়েও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে টিকে আছে। স্বৈরাচারী সরকারের দমননীতির মধ্যেও দশমিনা-গলাচিপা আসনে বিএনপি অদম্যভাবে সংগঠন ধরে রেখেছে। বক্তারা আরও বলেন, “এ আসনে কোনো জোট নয়, বিএনপি থেকে হাসান মামুনকেই প্রার্থী দেখতে চায় আমরা।”

প্রধান অতিথির বক্তব্যে হাসান মামুন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, কারাবরণ করেছি, নির্যাতিত হয়েছি। ভবিষ্যতেও ত্যাগ ও রক্তের মধ্য দিয়েই হোক, দশমিনা-গলাচিপা আসনে বিএনপির এমপি থাকবেই।”

তিনি সকল নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দলীয় ঐক্যই আমাদের শক্তি। সবাই মিলে ঐক্যবদ্ধ থাকলেই এই আন্দোলন সফল হবে।”