মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালী:
পটুয়াখালীর দশমিনা উপজেলার চরহাদী ইউনিটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণ অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি দেখা দিয়েছে। প্রতিদিনই চলছে প্রচার-প্রচারণা, মতবিনিময় এবং ঘরে ঘরে জনসংযোগ কার্যক্রম।
গত শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যায় চরহাদী সেন্টার বাজারে অবস্থিত গণ অধিকার পরিষদের দলীয় কার্যালয়ে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় নেতৃবৃন্দ নির্বাচনী প্রস্তুতি, ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং ট্রাক মার্কার প্রচারণা বিস্তারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।
গণ অধিকার পরিষদের নেতা মধু হাসান বলেন, “চরহাদী ইউনিটের মানুষ এখন গণ অধিকার পরিষদের উপর আস্থা রাখছে। তারা পরিবর্তন চায়, সুশাসন চায়। আমরা সংগঠিতভাবে প্রতিটি ভোটারের কাছে দলের বার্তা পৌঁছে দিচ্ছি।”
তিনি আরো বলেন “পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে ট্রাক মার্কার বিজয় নিশ্চিত করতে আমরা মাঠে নেমেছি। ভিপি নুরুল হক নুর তরুণদের আশার প্রতীক। তাকে সংসদে পাঠাতে চরহাদীর গ্রামের তরুণরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে।”
যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা বলেন, প্রতিদিন সকাল-সন্ধ্যা দলীয় কার্যালয়ে কর্মীদের উপস্থিতিতে নির্বাচনী সাংগঠনিক কার্যক্রম চলছে।
সভায় আরও উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের আহ্বায়ক ইলিয়াস মোল্লা, সদস্য সচিব আক্কাস খলিফা, সাইফুল মৃধা, মোঃ মাইনুদ্দিন,
মাসুম বিল্লাহ, কামরুল ইসলাম, মোজাম্মেল প্যাদা, হাসান গাজী,ও রাকিব হাওলাদারসহ স্থানীয় গণ ও যুব অধিকার পরিষদের নেতাকর্মী।
নেতারা আশা প্রকাশ করেন, নির্বাচনের আগেই চরহাদী ইউনিট গণ অধিকার পরিষদের একটি সুসংগঠিত ও শক্তিশালী ঘাঁটিতে পরিণত হবে।