মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালী:
‘ছেলে হোক মেয়ে হোক—দুটি সন্তানই যথেষ্ট’ প্রতিপাদ্যকে ধারণ করে পটুয়াখালীর দশমিনায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন মাঠপর্যায়ের কর্মীরা নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI)–সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কর্মী অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন—
বাঁশবাড়িয়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক কাজী মাহাবুব আলম, বহরমপুর ইউনিয়নের পরিদর্শক শাহবাজ হোসেন, রনগোপালী ইউনিয়নের পরিদর্শক মো. বশার, বেতাগী সানকিপুর ইউনিয়নের পরিদর্শক নয়ন মণ্ডল ও দশমিনা সদর ইউনিয়নের পরিদর্শক জিএম শাহাবুদ্দিন।
এ ছাড়া পরিবার কল্যাণ সহকারী হিসেবে ববিতা রানী, মর্জিনা বেগম, দিপু রানী, সুরমা বেগম, খাদিজা বেগম, রাবেয়া বেগম, মিম আক্তার, নাজমুন নাহার, শাহিনা সুলতানা, তাসলিমা বেগম, সালমা বেগম, রিজিয়া বেগম, পাপিয়া বেগম, রুলিয়া বেগমসহ বিভিন্ন ইউনিয়নের কর্মীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, “অনেক দিন ধরে আমরা পরিবার পরিকল্পনা নিয়োগবিধি বাস্তবায়নের দাবি জানিয়ে আসছি। কিন্তু এখনো কার্যকর হয়নি।“
তারা আরও জানান, দ্রুত সময়ের মধ্যে নিয়োগবিধি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর করার ঘোষণা দেওয়া হবে।
কর্মবিরতি চলবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত বলেও জানানো হয়।