BMBF News

দশমিনার বাঁশবাড়িয়ায় বিএনপির জনসভা: খালেদা জিয়ার আরোগ্য কামনা ও ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

মোঃ রাকিবুজ্জামান,দশমিনা, পটুয়াখালী:

 

 

পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে বিএনপির উদ্যোগে জাতীয় সংস্কার কর্মসূচির ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রোজ শনিবার (২৯ নভেম্বর) বিকেলে গছানী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত এ সমাবেশে ইউনিয়ন, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি নিবন্ধন করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন। তিনি বলেন,
“বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশে ন্যায়-নীতি, আইনের শাসন ও জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। এ দফাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

জনসভায় সভাপতিত্ব করেন বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. এনায়েত করিম ফারুক ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আ.ন.ম বজলুর রশিদ হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি
অ্যাডভোকেট খোরশেদ আলম,
সহ-সভাপতি  ডাঃ গোলাম মোস্তফা,
সাধারণ সম্পাদক শাহ আলম শানু ও
যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ -সাংগঠনিক
সম্পাদক মাহবুব আলম ফরাজী ,
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এইচ এমন আবু জাফর

বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য জনগণের ঐক্য ও আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।

সমাবেশ শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।