BMBF News

দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব বহিস্কার

২৫৭
 কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি :

 

 

দলীয় শৃঙ্খলা পরীপন্থি কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর দুমকি উপজেলা শাখার সদস্য সচিব সালাহ্উদ্দিন রিপন শরীফ কে প্রাথমিক সদস্য সহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ)বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করে বলেছেন বহিস্কৃত নেতার কোন অপকর্মের দায় দায়িত্ব দল নিবেনা এবং যুবদলের সকল নেতা কর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দিয়েছেন।