কামাল হোসেন বিষেশ প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা এবং সন্মাননা প্রদানসহ নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফরিদা সুলতানা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় দুমকি থানা অফিসার ইনচার্জ মো: সেলিম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নমিতা রানী, প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক কামাল হোসেন, দুমকি প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন শিক্ষার্থীদের মধ্যে নিলিমা জাহান, অদম্য নারী পুরস্কার প্রাপ্তদের মধ্যে নাসরিন আক্তার, আমেনা খালিল ও নাসিমা পারভিন ডলি প্রমুখ বক্তৃতা করেন। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় বক্তারা নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি অংশ নেন।