BMBF News

দুমকিতে ইউপি সদস্যর কর্মীকে মারধর

১৮১
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

 

আগামী ১৭ই জুলাই পটুয়াখালীর দুমকি উপজেলার ৫নং শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন, যাকে কেন্দ্র করে ৩নং এর সাধরন সদস্য পদপ্রার্থী মোঃ নুরুল আমিন বলেন আমার ফিল্ড পজিশন খুব ভাল, কিন্তু প্রতিদন্ধী প্রার্থী মোঃ খলিলুর রহমান খান নির্বাচনী আচরন বিধি তোয়াক্কা না করে তার কার্যক্রম চালাচ্ছে। তার কর্মীরা নির্বাচনে আমার কর্মীদের বিভিন্নভাবে অশ্লীল ও উষকানীমূল কথাবার্তা বলে, বাহির থেকে ভাড়া করে আনা মোঃ শাওন, পিতা- মোঃ নুরুল হক মিয়া আমার এক কর্মীকে ফুটবল মার্কায় ভোট দিতে বলে এবং তাদেরকে যেন ভোট দেয় সেই ওয়াদা করতে বলে, আমার কর্মী বলে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিবো ওয়াদা করবো কেন এ কথা বললে সাথে সাথে কিল, ঘুষি মারে, আমার কর্মী কোন প্রতিবাদ করেনি। মোঃ খলিলুর রহমান এর ছেলে মোঃ আরিফ (মাসুম বিল্লাহ) বাংলাদেশ বর্ডার গার্ড এ চাকুরী করে বলে এলাকায় এসে সেই পাওয়ার দেখিয়ে আমার কর্মীদের ভয়ভীতি দেখায়, সারারন লোক যাতে নির্বাচনে আমার প্রচার প্রচারনা না করতে পারে এবং ঘর থেকে বাহির হতে না পারে তার জন্য একধিক বার হুমকি-ধামকি দিয়ে আসছে। উক্ত মোঃ আরিফ (মাসুম বিল্লাহ) তার পিতার সমর্থক মোঃ ইয়াছিন এর ছেলে দ্বারা আমার সমস্থ পোষ্টার-লিফলেট ছিড়ে ফেলে দিয়েছে।