BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ

 

 

পটুয়াখালীর দুমকিতে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ আফসানা ইসরাত বীথি (২৩) একই গ্রামের প্রবাসী সৈয়দ নাহিদ ইসলাম (২৮) এর স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি প্রবাসী স্বামী নাহিদের সঙ্গে মোবাইল ফোনে বিভিন্ন বিষয় নিয়ে বীথির ঝগড়া-বিবাদ চলছিল। রবিবার ভোরে আড়াই বছরের সন্তানের কান্না শুনে নিহতের ছোট ভাই ইমাম ঘরে প্রবেশ করে ফ্যানের সাথে ওড়না প্যাঁচানো অবস্থায়  বোনকে ঝুলে থাকতে   দেখে । পরে পরিবারের লোকজন এসে লাশ নিচে নামান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রায় সাড়ে তিন বছর আগে প্রেমের সূত্রে বীথির সঙ্গে সৈয়দ নাহিদের বিয়ে হয়। তাদের সংসারে আড়াই বছরের এক পুত্র সন্তান রয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »