BMBF News

দুমকিতে দু’দিন ব্যাপী শুভ’র উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

মেহেদী হাসান শান্ত, নিজস্ব প্রতিনিধিঃ

 

 

দুমকিতে ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গভর্নেন্স এ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিস (নাগরিক) এবং সোশ্যাল আপলিটিমেন্ট ভলানটিয়ারী অর্গানাইজেশন (শুভ) এর উদ্যোগে দু’দিন ব্যাপী সামাজিক জবাবদিহিতার টুলস বিষয়ক প্রশিক্ষণ  এবং লিডারশীপ, এ্যাডভোকেসী এবং নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে।

সোম ও মঙ্গলবার (১৭ ও ১৮ নভেম্বর) বেলা ১১ থেকে ২টা পর্যন্ত  উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত কর্মশালা শুভ ‘র সভাপতি অধ্যক্ষ জামাল হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুন নাহারের পরিচালনায় প্রশিক্ষক সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় নির্বাহী পরিচালক এস‌ইউডিও হাচিনা বেগম নীলা। এসময় উপস্থিত ছিলেন, শুভ সংঘটনের উপজেলা কমিটির সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আঃ জব্বার হাওলাদার,  সাংবাদিক এবাদুল হক ও জাহিদুল ইসলাম, শ্রীরামপুর ইউনিয়ন কমিটির সভাপতি আমিনুল ইসলাম শাহীন, লেবুখালী ইউনিয়ন কমিটির সম্পাদক তানিয়া বেগম প্রমূখ। দু’দিন ব্যাপী লিডারশীপ এ্যাডভোকেসী এবং নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা কমিটির ২০ জন সদস্য, শ্রীরামপুর ইউনিয়নের ২৫ ও মুরাদিয়া ইউনিয়নের ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।