BMBF News

দুমকিতে পাওনা টাকা আদায়ে গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :

 

 

পটুয়াখালীর দুমকিতে পাওনা টাকা আদায়ে এক কৃষকের গোয়াল ঘর থেকে ২টি গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ।
শুক্রবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামের কৃষক আব্দুল বারেক মজুমদারের গোয়ালঘর থেকে দুটি গরু জোরপূর্বক ছিনিয়ে নেন একই ইউনিয়নের বাসিন্দা জলিল প্যাদা। এ ঘটনায় কৃষক বারেক মজুমদার ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকানের কাছে অভিযোগ জানান।
ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সাবেক ইউপি সদস্য রেজাসহ পঞ্চায়েত বাজারে শুক্রবার সন্ধ্যায় বৈঠকে বসলে অভিযুক্ত জলিল প্যাদা দাবি করেন, আমার ভাই আবু জাফরকে বিদেশে পাঠানোর নাম করে ৩বছর পুর্বে বারেক মজুমদারের ছেলে আমিনুল ইসলাম ৯লাখ টাকা হাতিয়ে নেয়। ভাইকে বিদেশে না পাঠিয়ে দীর্ঘ দিন লাপাত্তা থাকেন। এ নিয়ে আদালতে মামলা চলে। বহু দেন দরবার করেও কোন ভাবেই টাকা আদায় করা যাচ্ছিলো না। সেই টাকা আদায়ের জন্য গাভী দুটি নিয়ে আসা হয়েছে।
বারেক মজুমদার বলেন, আমার ছেলে পরিবার নিয়ে ঢাকায় থাকে। কারও সঙ্গে তার টাকার লেনদেন হয়েছে কিনা জানিনা। আমাকে দুর্বল ভেবে ছেলের কাছে টাকা পাওনার অজুহাত দেখিয়ে আমার গরু নিয়ে গেছে।