BMBF News

দুমকিতে পীরতলা খালের ময়লা অপসারন করা হচ্ছে; জনমনে স্বস্তি

২৬
মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদক :

পটুয়াখালীর দুমকি উপজেলার ঐতিহ্যবাহী পীরতলা খালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর অবশেষে পরিস্কারের উদ্যোগ নিয়েছে দুমকি উপজেলা প্রশাসন, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

 

শনিবার ১৯ অক্টোবর সকাল সাড়ে আটটায় উক্ত খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এস‌এম হেমায়েত জাহান, পবিপ্রবির জার্মপ্লাজমের পরিচালক ড. মাহাবুব রব্বানী, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাহার আলী মৃধা,দুমকি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা প্রমূখ।
এ প্রসঙ্গে শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান আজাহার আলী মৃধা বলেন, পীরতলা খাল দীর্ঘ দিন যাবৎ ময়লার স্তূপে বন্ধ হয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। অনেক প্রচেষ্টার মাধ্যমে আজ খালটির ময়লা আবর্জনা পরিষ্কারের কাজ শুরু হলো।
দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ বলেন, পীরতলা খালটি নিয়ে জনসাধারণের দীর্ঘদিনের অভিযোগ ছিল, নানা জটিলতার কারণে খালের ময়লা অপসারণে বিলম্ব হয়েছে। আমরা প্রথমে খালের ময়লা স্কাভেটর দিয়ে সম্পূর্ণ খালের ময়লা পরিষ্কার করব। পরবর্তী খাল দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
এসময় পবিপ্রবির ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দুমকি উপজেলা প্রশাসন ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে পীরতলা খাল পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য দীর্ঘ দেড় যুগ ধরে দুমকিস্হ পীরতলা বাজারের পাশ দিয়ে প্রবাহিত পীরতলা খালটি ময়লার আবর্জনার স্তূপে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। এতে খালের উভয় পাড়ে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সৃজনী বিদ্যানিকেতন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়, দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কৃষক, পীরতলা বাজার ব্যবসায়ী ও পথচারীসহ স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হয়।