BMBF News

দুমকিতে বিপি’র ১৬৮ তম জন্মবার্ষিকী পালিত 

মেহেদী হাসান শান্ত নিজস্ব প্রতিনিধিঃ

 

 

 

বাংলাদেশ স্কাউটস্ দুমকি উপজেলা কর্তৃক আয়োজিত স্কাউটস্ এর প্রতিষ্ঠাতা “রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিল‌ওয়েল” এর ১৬৮ তম জন্মদিন উপলক্ষে এক বনার্ঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২২ফেব্রুয়ারি) সকাল ১০টায় দুমকি উপজেলা পরিষদ চত্বর থেকে এক বনার্ঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা স্কাউটসের সাবেক সম্পাদক মোঃ মিজানুর রহমান। উপজেলা স্কাউটস্ এর সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটের গ্রুপ কমিটির সহ-সভাপতি নুর মোহাম্মদ, মোসাঃ মাকসুদা আক্তার, সাবেক কমিশনার আঃ খালেক হাওলাদার, সাবেক স্কাউট লিডার মোঃ আসলাম হাওলাদার, অর্থ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, স্কাউট লিডার মোঃ ফরহাদ হোসেন খান, কাব লিডার মোঃ শাকিবুর রহমান সজীব ও রোভার স্কাউটার রুবেল গাজী প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের কাব ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তাগন বলেন, স্কাউটিং হল একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন।  নিজেকে  আত্মমর্যাদায় বিশ্বাসী, আত্মনির্ভরশীল, পরোপকারী, মিতব্যয়ী, সমাজ উন্নয়নে অবদান রাখার জন্য সব বয়সের মানুষ স্কাউটিংয়ে অংশগ্রহণ করেন।