কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার
(২৩ ডিসেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৪টায় দুমকি উপজেলার ২নং লেবুখালী ইউনিয়নের ১নংওয়ার্ডে মোঃ মস্তফা শরিফ বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। লেবুখালী ১নং বিএনপি আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা: আ: রাজ্জাক সরদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মতিউর রহমান দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মো: ফোরকান হাওলাদার, উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ জাকির হাওলাদার, লেবুখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো ইউনুচ ফরাজি, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো : বায়েজিদ আহমেদ বাচ্চু, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি, মো: মনির শরিফ, উপজেলা ছাত্রদলের
সদস্য সচিব মোঃ সুমন শরীফ,
ওয়ার্ড বিএনপির সভাপতি মো: মস্তফা শরিফ এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ফারুক ফকির, সাগর, নাসির সিকদার, আলমগীর হাওলাদার, প্রমুখ।
বেগম খালেদাজিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় ধর্মপ্রাণ মানুষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।