মেহেদী হাসান শান্ত নিজস্ব প্রতিনিধিঃ
জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে প্রাণনাশের হুমকি ও বশত ঘড় ভেঙ্গে নেয়ার অভিযোগ করেছেন পটুয়াখালীর দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের খলিশাখালী এলাকার মোসাঃ ফাতেমা বেগম (৫০) নামে এক নারী। রবিবার দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ফাতেমা বেগম দীর্ঘ ১০ বছর আগে স্থানীয় রনেশ নামে এক ব্যক্তির কাছ থেকে ৬৯ শতাংশ জমি ক্রয় করেন। ক্রয়ের পর থেকেই প্রতিবেশী কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তার দখলকৃত জমিতে প্রবেশ ও ঘর নির্মাণে বাধা দিয়ে আসছেন। এ নিয়ে বর্তমানে একটি দেওয়ানি মামলা আদালতে চলমান রয়েছে।
অভিযোগে তিনি উল্লেখ করেন, সম্প্রতি তিনি নিজের জমিতে একটি ঘর নির্মাণ শুরু করলে বিবাদীরা তাকে ঘর ভেঙে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। সোমবার ১১টায় ইউনুচ সিকদারের ছেলে ভাড়াটে ৫০থেকে৬০ জন সন্ত্রাসী তার বাড়িতে এসে ঘরটি ভেঙ্গে ফেলে লুটপাট করে। আমি বাধা দিতে গেলে আমাকে পিটিয়ে যখম করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।
ফাতেমা বেগম আরও জানান, বিবাদীরা এর আগেও ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন দপ্তরে তার নামে হয়রানিমূলক অভিযোগ দায়ের করেছে। তারা তার পরিবারকেও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের জমির অবস্থান দুমকি থানাধীন দক্ষিণ মুরাদিয়া সাকিনে, জে.এল. নং–৩০, বিএস খতিয়ান নং–১২০৩, দাগ নং–৩০১৩, মোট ৯ শতাংশ জমি বলে জানা গেছে।