BMBF News

পটুয়াখালী-৩ আসনে দলের সিদ্ধান্ত, জোটের সিদ্ধান্ত যাই হোক, বিএনপির প্রার্থী থাকবে: হাসান মামুন 

 রাকিবুজ্জামান, দশমিনা পটুয়াখালী:

 

 

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত—জোটের সমীকরণ যেমনই হোক, বিএনপি নিজস্ব প্রার্থী দেবে বলে দৃঢ় ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতা ও মনোনয়নপ্রত্যাশী হাসান মামুন।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত এক বৃহৎ জনসভায় তিনি এই বক্তব্য দেন।

শিকদারিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাসান মামুন বলেন,
“গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমরা দীর্ঘ ১৭ বছর কারাবরণ করেছি, নিপীড়ন সহ্য করেছি। তবুও মাথা নত করিনি—করবও না। এই ত্যাগ-সংগ্রামের প্রতিদান হিসেবে পটুয়াখালী-৩ আসনে জাতীয়তাবাদী দলেরই প্রার্থী বিজয়ী হবে, ইনশাল্লাহ।”

তিনি বলেন, এই আসনের জনগণ আর অস্থায়ী বা আগন্তুক রাজনীতিককে দেখতে চায় না। তারা চায় ত্যাগী, নিবেদিত ও মাঠের পরীক্ষিত নেতৃত্ব। বহু বছর ধরে বিএনপির কর্মীরা যে ত্যাগ ও বঞ্চনার মধ্য দিয়ে পথ পাড়ি দিয়েছেন, এবার তারা ধানের শীষের প্রকৃত নেতৃত্বকে বিজয়ী করতে প্রস্তুত।

মাঠের রাজনীতির বাস্তবতা তুলে ধরে হাসান মামুন আরও বলেন,
“পটুয়াখালী-৩ আসনে বিএনপি এখন আগের চেয়ে শক্তিশালী ও সুসংগঠিত। জনগণের প্রত্যাশাও একটাই—যিনি দুঃসময়ে পাশে থেকেছেন, লড়াই করেছেন, তাকেই মনোনয়ন দিতে হবে। সিদ্ধান্ত শেষে জনগণের রায়ই হবে চূড়ান্ত।”

সভায় সভাপতিত্ব করেন বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নোমান মাস্টার।

এ ছাড়া সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু, যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মাহাবুব ফরাজী এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এইচ এম আবু জাফরসহ স্থানীয় নেতৃবৃন্দ।