BMBF News

পটুয়াখালীতে আইডিইবির ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি:

 

‘দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি’ এই প্রতিপাদ্যে পটুয়াখালীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালন করা হয়েছে।   দিবসটি উপলক্ষে রবিবার ( ৯ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ (আইডিইবি) ইনস্টিটিউশন-অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স পটুয়াখালী  জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে  র‌্যালীটি  শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।  আইডিইবি পটুয়াখালী জেলা শাখার আহবায়ক প্রকৌশলী নজরুল ইসলামের সভাপতিত্বে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আইডিইবি  পটুয়াখালী  জেলা শাখার সদস্য প্রকৌ. ইব্রাহিম এর  সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোঃ দীন ইসলাম খাঁন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,  পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন,  আইডিইবি কেন্দ্রীয়  কমিটির নির্বাহী সদস্য প্রকৌ. সৈয়দ রাশেদুল হাসান রেজা, পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির সেক্রেটারি খন্দকার ইমাম হোসেন নাসির, আইডিইবি পটুয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক প্রকৌ. মোঃ কামাল হোসেন, যুগ্ম আহবায়ক প্রকৌ. হুমায়ন কবির সোহাগ, সদস্য সচিব প্রকৌ. নাজমুল আহসান মুন্না।
এ সময় বক্তারা বলেন, ১৯৭০ সালের ৮ই নভেম্বর প্রতিষ্ঠিত হয় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ(আইডিইবি)। প্রতিষ্ঠার পর থেকে ৮ নভেম্বর   সারাদেশে গণপ্রকৌশল দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বৈষম্যের শিকার হচ্ছে। বৈষম্যমুক্ত সমাজ রাষ্ট্র গড়ার লক্ষ্যে দেশ স্বাধীন হলেও সেই লক্ষ্য অর্জিত হয়নি। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রযুক্তির ক্রমবিকাশ ও বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে মানবসম্পদ উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার, কৃষিজমি ও নদ-নদী রক্ষা, টেকসই অবকাঠামো নির্মাণ এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আইডিইবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার দৃঢ়কন্ঠে প্রত্যয়ব্যাক্ত করেন বক্তারা।

এ সময় আইডিইবি পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী সোয়েব মাহমুদ, প্রকৌশলী মশিউর রহমান সৈকত,   সদস্য (অর্থ)  প্রকৌশলী মাইনুল ইসলাম,  সদস্য ( জন সংযোগ ও প্রচার) প্রকৌশলী লিটন চন্দ্র বার, সদস্য (সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা) প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম নাহিদ, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) প্রকৌশলী সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য, প্রকৌশলী আল আমিন সুমন, নির্বাহী সদস্য প্রকৌশলী মুরাদ মোল্লা সহ বিভিন্ন সার্ভিস এসোসিয়েশন এর নেতৃবৃন্দ,  পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক শিক্ষার্থীগন এ সময় উপস্থিত ছিলেন।