মেহেদী হাসান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্ট্রার-১ এ বিভিন্ন অনুষদে ভর্তিকৃত নবীন ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।
মঙ্গলবার (১২ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে উক্ত ওরিয়েন্টেশন ডিন কাউন্সিলের কনভেনর প্রফেসর আবুল বাশার খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। অনুষ্ঠানে রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. সন্তোষ কুমার বসুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা রাখেন, ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী। প্রধান অতিথি’র বক্তৃতায় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়তে এবং স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে শিক্ষার্থীদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানের শুরুতে মাননীয় ভাইস-চ্যান্সেলর নবাগত শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শাখা প্রধানগণ এবং ভর্তিকৃত নবীন শিক্ষার্থীবৃন্দ।