BMBF News

পবিপ্রবি’র নতুন রেজিস্ট্রার প্রফেসর ড. মামুন অর রশিদ

১১
মেহেদী হাসান শান্ত, নিজস্ব প্রতিনিধিঃ

 

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন রেজিস্ট্রার (অ.দা.) হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এএনএসভিএম অনুষদের বেসিক সায়েন্স বিভাগের সিনিয়র প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ ।
সোমবার বর্তমান রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
নতুন দায়িত্ব প্রাপ্ত রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. মামুন অর রশিদ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, সাবেক রেজিস্ট্রার বর্তমানে নবনিযুক্ত প্রো-ভিসি প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর আব্দুল লতিফকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি রেজিস্ট্রারের তত্ত্বাবধানে থাকে, আশা রাখি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকলেই এ দায়িত্ব পালনে সহযোগিতা করবে’।

 

উল্লেখ্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ ১৯৮৮ সালে এসএসসি, ১৯৯০ সালে এইচএসসি পাস করেন। তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগ থেকে বিএসসি (অনার্স) এবং ১৯৯৯ সালে কৃষি অর্থনীতির উপরে এমএস ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে “বাংলাদেশে প্রাণিসম্পদ উৎপাদন এবং ব্যবহারের ধরণ” এর উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
শিক্ষকতার মহতী জীবনে তিনি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এএনএসভিএম অনুষদের বেসিক সায়েন্স বিভাগের প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং বর্তমানে অধ্যাপক হিসেবে অধ্যাপনায় নিয়োজিত রয়েছেন। ড. মামুন বরিশাল সদরের পশ্চিম আমানত গঞ্জের বিশিষ্ট সমাজ সেবক মোঃ জামাল উদ্দিন এবং গৃহিণী আমেনা বেগম এর ঘরে ১৯৭৩ সালের ২৫ ফেব্রুয়ারী জন্মগ্রহণ করেন। তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।