BMBF News

পাকিস্তানে অতর্কিত হামলায় ১৮ সেনা নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে অতর্কিত হামলায় আধাসামরিক বাহিনীর ১৮ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার (১ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, ‘মানগোচার শহরের কাছে রাস্তা অবরোধ করে ৭০ থেকে ৮০ জন সশস্ত্র সন্ত্রাসী নিরস্ত্র ফ্রন্টিয়ার কর্পসের সেনাদের বহনকারী গাড়িতে হামলা চালায়। এতে গাড়িতে থাকা ১৭ সেনাসদস্য নিহত হন এবং তাদের সাহায্যে আসা আরও একজন প্রাণ হারান। আহত তিনজনের অবস্থা গুরুতর। তবে দুজন সেনা সৌভাগ্যক্রমে ঘটনাস্থল থেকে সরে যেতে সক্ষম হন।’

আইএসপিআর জানায়, হামলার পর পাকিস্তানি বাহিনী বেলুচিস্তানে অভিযানে নেমে ২৩ জন সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করেছে।

বেলুচিস্তানে এসব হামলার জন্য সাধারণত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) দায়ী থাকে। গত নভেম্বরে কোয়েটার রেলস্টেশনে বিএলএ-র হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন, যার মধ্যে ১৪ জন সেনাসদস্য ছিলেন।

আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশ দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবিতে আন্দোলনরত। পাকিস্তান সরকার প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ এই অঞ্চলকে কোনোভাবেই স্বাধীনতা দিতে রাজি নয়, ফলে সেখানে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বেলুচিস্তানের পাশাপাশি খাইবার পাখতুনখাওয়া প্রদেশেও পাকিস্তানি বাহিনী সশস্ত্র সন্ত্রাসীদের হামলার শিকার হচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এখন পর্যন্ত ৩৮৩ সেনা ও ৯২৫ জন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে।