নিজস্ব প্রতিবেদক:
আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। জাতির ইতিহাসে এক শোকাবহ ও গৌরবোজ্জ্বল দিন এটি। দিবসটি উপলক্ষে রোববার সকালে মিরপুর ও রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষ বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন।
সকাল থেকেই মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে জনতার ঢল নামতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যানার ও ফুল হাতে শ্রদ্ধা জানাতে আসে। বিজয়ের মাত্র দুদিন আগে জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্র হিসেবে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক ও সাহিত্যিকদের হত্যা করা হয়েছিল। প্রতি বছরের মতো এবারও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে শোকের আবহ প্রকাশ করা হচ্ছে।
দিবসের শুরুতে সকাল ৭টা ৬ মিনিটে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহীদ পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানান। পরে স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। রাজধানী ছাড়াও সারাদেশে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের স্মরণ করা হচ্ছে।