পলাশ মন্ডল রুপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌর সভার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সনের এস এস সি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে অত্র বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মোহাম্মদ নূরুল হক প্রধান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছাত্র পরিষদের উপদেষ্টা মাসকো গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এম এ সবুর, বলেন জীবনে সাফল্য অর্জন করতে হলে ছাত্র জীবনে কঠোর পরিশ্রম করে মনোযোগ দিয়ে পড়াশুনা করতে হবে। অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত
প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল হক,বলেন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পড়া শুনার জন্য শ্রেণীকক্ষের প্রয়োজন, খেলাধুলার জন্য মাঠ পরিচর্যা করা , ছাত্র-ছাত্রী ও অভিভাবক দের নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করার জন্য অডিটোরিয়াম ভবন করার আহ্বান জানান, আসন্ন বিদ্যালয়ের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি আলহাজ্ব বজলুল বারী বুলবুল,আই সিটির সম্পাদক
মোহাম্মদ মাহবুব আলম, বৃত্তি প্রদান বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সোবহান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওহাব মিয়া,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কবির হোসেন,
আরো উপস্থিত ছিলেন সলিম উদ্দিন চৌধুরী বিশ্ব বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর মালুম,অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান, সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ সোলাইমান মিয়া, ছাত্তার জুট মিল্ স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কালাম আজাদ , অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শাহীন মিয়া, আমিনুল ইসলাম স্বপন, মোহাম্মদ সোহেল মাহমুদ , মোহাম্মদ আব্দু,কাঞ্চন পৌর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুলফিকার আলী,অন্যান্য শিক্ষক ,ছাত্র ছাত্রী অভিভাবক প্রমূখ।