ভারতীয় এয়ারলাইন্সগুলো গত ছয় দিনে ৭০টি বিমানে বোমা থাকার হুমকির মুখে পড়েছে, যা দেশটির এভিয়েশন খাতে নজিরবিহীন। এ ঘটনায় এয়ারলাইন্সগুলোতে ‘বোমা আতঙ্ক’ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য গতকাল শনিবার ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি (বিসিএএস) এয়ারলাইন্সগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছে।
বৈঠকে নিরাপত্তা বিধিমালা কঠোরভাবে অনুসরণের পরামর্শ দেয়া হয়েছে। এতে বিমানবন্দরে যাত্রী ও মালামালের অতিরিক্ত তল্লাশি করতে সময় লাগবে, যা এয়ারলাইন্সগুলোর জন্য আর্থিক ক্ষতির কারণ হতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুধুমাত্র শনিবারেই ৩০টিরও বেশি ফ্লাইট বোমার হুমকির শিকার হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, বেশিরভাগ হুমকিদাতা দেশের বাইরে অবস্থান করছে, এবং তাদের আইপি অনুযায়ী যুক্তরাজ্য, জার্মানি, কানাডা ও যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান চিহ্নিত হয়েছে। হুমকিদাতারা বিভ্রান্তি ছড়াতে ভিপিএন ব্যবহার করতে পারে বলেও জানা গেছে।