বিশ্বব্যাপী কৌতূহল রয়েছে, আগামীকাল মঙ্গলবার (৫ নভেম্বর) অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল কবে জানা যাবে তা নিয়ে। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। ইতোমধ্যে ৭ কোটি ৮০ লাখের বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন।
সাধারণত ভোটের দিন বিভিন্ন অঙ্গরাজ্যে স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত ভোটকেন্দ্র খোলা থাকে। এরপর ভোট গণনা শুরু হবে। পূর্বাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে দ্রুত ফল জানা গেলেও পশ্চিমের রাজ্যগুলোয় ভোটগ্রহণ শেষ হতে দেরি হয়, যা সময় অঞ্চলের পার্থক্যের কারণে ঘটে।
ভোট গণনা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে। বেশিরভাগ ক্ষেত্রে নির্বাচনের সম্ভাব্য বিজয়ী ভোটের দিন রাতেই জানা যায়। ২০১৬ সালে, ভোটগ্রহণের পরদিন সকালেই ডোনাল্ড ট্রাম্পের বিজয় নিশ্চিত হয়েছিল। তবে ২০২০ সালের নির্বাচনে চূড়ান্ত ফলাফল জানতে চার দিন সময় লেগেছিল, কারণ মহামারি পরিস্থিতির কারণে ডাকযোগে দেওয়া বিপুল সংখ্যক ভোট গণনা করতে সময় লেগেছিল।
এবারের নির্বাচনেও চূড়ান্ত ফল জানতে একাধিক দিন লাগতে পারে, বিশেষ করে নির্বাচনের ফল নির্ধারণী সাতটি রাজ্যের (অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া ও উইসকনসিন) ভোট ফলাফলের ওপর নির্ভর করবে।