নিজস্ব প্রতিবেদক :
মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির উদ্যোগে
সমাজের পিছিয়ে পড়া অসচ্ছল অসহায় গরীব দুঃখী মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে ২৬ শে রমজান।
মোঃ জাফর ইকবাল নান্টু সভাপতি।
মোঃ মনিরুজ্জামান মনির সাধারণ সম্পাদক এর নেতৃত্বে ঈদ উপহার সামগ্রী বিতরন করবেন।
পায়রা নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকার মুক্তিযোদ্ধো যুব কমান্ডের সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল নান্টু বলেন,
পবিত্র রমজানুল মোবারকের সর্বোচ্চ শান্তি ও রহমত কামনা করছি। রহমত ও বরকতময় এই রমজান শেষে সমগ্র মুসলিম জাহানের জন্য আগমন করে পবিত্র ঈদুল ফিতরের অনাবিল আনন্দ। মহা পবিত্র এই ঈদের আনন্দ সকলের সাথে ভাগ করে নেওয়ার লক্ষ্যে মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সমাজের পিছিয়ে পড়া ও অসচ্ছল সুবিধা বঞ্চিত মানুষের জন্য আমরা আশা করছি একজন মানুষকে ঈদ সামগ্রী উপহার প্রদান কর্মসূচি গ্রহন করা হয়েছে।
এ উপলক্ষে দেশ ও সমাজের সকল বিত্তবান মানুষের নিকট আমাদের সবিনয়ে আহ্বান, আপনিও আমাদের এই মহতী উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়ে আসছে পবিত্র ঈদুল ফিতরে সমাজের অবহেলিত দরিদ্র অসচ্ছল সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাহাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আপনার যথাসাধ্য সাহায্য সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি।
আমরা অসহায় সুবিধা বঞ্চিত অসচ্ছল প্রতিটি পরিবারের জন্য নিম্ন উল্লেখিত ঈদ উপহার প্যাকেজ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছি।
ঈদ উপহার প্যাকেজ আইটেমঃ
১. লাচ্ছা ও লতা সেমাই
২. চিনি
৩. গুরো দুধ
৪. কিচমিস
৫. গর্মমসলা
৬. পোলাও চাল
৭. সাধারণ চাল
৮. গরুর গোশত
৯. আলু
১০. হলুদ মরিচ গুঁড়া
১১. সয়াবিন তেল
১২. পিঁয়াজ
১৩. লবন
১৪. ১টি পাঞ্জাবি ও ১ টি শাড়ী
আমাদের এই উদ্যোগ আসছে পবিত্র ঈদুল ফিতরের আগেই সফল করার জন্য কর্মসূচি চলমান।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,
জয় হোক বিশ্বনেতা শেখ হাসিনার।