BMBF News

রাজু ভাস্কর্য থেকে ধর্ষণবিরোধী মঞ্চের ঘোষণা, দুই দফা দাবি

ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে ধর্ষণবিরোধী মঞ্চ ঘোষণা করেছেন নারী শিক্ষার্থীরা। এই মঞ্চ থেকে দুটি প্রধান দাবি উত্থাপন করা হয়েছে—

১. বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে অতীতের সব ধর্ষণের ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করা।
২. মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনায় জড়িতদের মৃত্যুদণ্ড কার্যকর করা।

এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

৯ মার্চ ভোররাত ২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাফিয়া রেহনুমা হৃদি যৌথভাবে এই ঘোষণা দেন। একইসঙ্গে আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় সারাদেশে ধর্ষণের বিচারের দাবিতে মশাল মিছিলের কর্মসূচিও ঘোষণা করা হয়।

এর আগে রাত ১২টার দিকে সুফিয়া কামাল হলের নারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে এতে অন্য হলের শিক্ষার্থীরাও যোগ দেন। মিছিলে শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে, আছিয়া, আছিয়া’ স্লোগানসহ ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাফিয়া রেহনুমা হৃদি বলেন, “আজকের কর্মসূচির মধ্য দিয়ে ধর্ষণবিরোধী মঞ্চের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো। যতক্ষণ পর্যন্ত আছিয়ার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হবে, আমাদের আন্দোলন চলবে।”

উমামা ফাতেমা জানান, “আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল বের হবে। বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে এতে যোগ দেবেন। ধর্ষণের বিরুদ্ধে লড়াই চলবে, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

এছাড়া, শিশু আছিয়া ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে তোলার আল্টিমেটাম দেন তিনি।